ট্রেনের সিটে বসা নিয়ে দ্বন্দ্বে পুলিশের গুলি, আহত ৪

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:১৫ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৭
ফাইল ছবি

জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে রাজশাহীগামী তীতুমীর আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী ও জিআরপি পুলিশের সংঘর্ষে দুই যাত্রী গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ৮টার দিকে রাজশাহীগামী তীতুমির আন্তঃনগর এক্সপ্রেস এ এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন, আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকার আমিনুর রহমান ও একই উপজেলার হাস্তাবসন্তপুর গ্রামের আব্দুর রশিদ। তাদেরকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় একই উপজেলার সুমন হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া ওই ঘটনায় আহত হয়েছেন জিআরপি পুলিশ কনস্টেবল আদম আলী ও আব্দুল মজিদ।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ও আক্কেলপুর স্টেশন মাস্টার খাদিজা খানম জানান, রাজশাহীগামী তীতুমির আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে সিটে বসাকে কেন্দ্র করে কয়েকজন যাত্রীর মধ্যে হট্টগোল ও গোলমালের সৃষ্টি হয়।

এসময় জিআরপি পুলিশ তাদের হট্টগোল ও গোলমাল থামাতে গেলে যাত্রীরা জিআরপি পুলিশের উপর চড়াও হয়। অবস্থা বেগতিক হওয়ায় জিআরপি পুলিশ আত্রমক্ষার্থে শর্টগানের গুলি চালালে ওই দুই যাত্রী গুলিবিদ্ধ হয়।

রাশেদুজ্জামান/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।