উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি


প্রকাশিত: ০১:৫৯ পিএম, ১১ জুন ২০১৫

ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে তিস্তা নদীর ঘোলা পানি বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার বিকেলে পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যে কোনো সময় তিস্তার পানি ব্যারেজ পয়েন্টে বিপদসীমা অতিক্রম করতে পারে বলে মনে করছেন পাউবো কর্মকর্তারা।

এদিকে, লালমনিরহাটের তিস্তা ব্যারাজের উজানের ঢল অব্যাহত থাকায় দেশের সর্ববৃহৎ তিস্তা ব্যারাজের ৪৪ স্লুইস গেট খুলে রাখা হয়েছে।

ব্যারাজ সূত্রে জানা গেছে, সকাল ৬টা থেকে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যা তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

তিস্তা ব্যারাজের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী হাফিজুল হক জাগো নিউজকে বলেন, তিস্তা নদীর পানি এখন বৃদ্ধি পাচ্ছে। বিকেল ৪টা থেকে নদীর পানি ব্যারেজ ৫২ দশমিক ৩০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে।

রবিউল হাসান/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।