ভারি বর্ষণে নগর জীবন ব্যাহত
চট্টগ্রামে ভারি বর্ষণে নগরীর বিভিন্ন সড়ক হাঁটু পানিতে তলিতে গেছে। তবে ভারি বৃষ্টিপাত হলেও গরম কমেনি। বৃষ্টির সঙ্গে বজ্রপাতও অব্যাহত রয়েছে। চট্টগ্রাম ও আশপাশের এলাকার ওপর দিয়ে বৃহস্পতিবার বেলা ১টা থেকে প্রচন্ড ঝড় শুরু হয়। গত কয়েকদিন ধরে খাল ও নালা নর্দমা পরিষ্কার ও খনন কাজ চললেও আজকের অল্প সময়ের বৃষ্টিতে সড়কগুলোতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
নগরীর বহদ্দারহাট, মুরাদপুর, ষোলশহর ২নং গেইট, চকবাজার ,বাদুরতলা, কাপাশগোলা, বাকলিয়া, দেওয়ান বাজার, ডিসি রোড,স্টেশন রোড, কদমমলী, আগ্রাবাদ সিডিএ, হালিশহর এ ব্লক, পাঠানটুলি, মোগলটুলি ও শেখ মুজিব রোডের অংশ বিশেষ হাঁটু পানিতে তলিয়ে যায়। এতে ব্যস্ত সড়কগুলোতে দেখা দেয় তীব্র যানজট। এ সময় বেশি ভোগান্তিতে পড়ে স্কুল-কলেজ থেকে বাসাগামী শিক্ষার্থীরা।
চৌধুরী লোকমান/এআরএ/আরআই