বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ থেকে ৭ রুটে লঞ্চ চলাচল বন্ধ


প্রকাশিত: ০৭:৫৮ এএম, ১১ জুন ২০১৫
ফাইল ছবি

মুষলধারে বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ থেকে ৭রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ লঞ্চ মালিক সমিতি এ পদক্ষেপ নেয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারায়ণগঞ্জ কেন্দ্রীয় লঞ্চ টার্মিনাল থেকে যাতায়াত করা সাত রুটের লঞ্চ বন্ধ রাখা হবে।

এদিকে সকাল থেকে ঝড়ো বৃষ্টির কারণে নারায়ণগঞ্জ হতে কয়েক রুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় যাত্রীসাধারন চরম ভোগান্তির শিকার হয়েছে।
 
বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সহ সভাপতি বদিউজ্জামান বাদল জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জের কেন্দ্রীয় লঞ্চঘাট থেকে চাঁদপুর, শরিয়তপুর, মুন্সিগঞ্জসহ সাতটি রুটে মোট ৭০টি লঞ্চ নিয়মিত চলাচল করে। সকালে দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দেয়ায় এসব রুটে লঞ্চ চলাচল আপাতত বন্ধ রয়েছে। আবহাওয়া অনুকুলে এলে সংশ্লিষ্ট রুটে লঞ্চ চলাচল আবার শুরু হবে।

বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদী বন্দরের ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য জানান, ২নম্বর বিপদ সংকেত থাকার কারণে সকাল থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত নারায়ণগঞ্জ থেকে ৭টি রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। তবে ২নম্বর বিপদ সংকেতে ৬৫ ফুটের উপরের লঞ্চ চলাচল করতে পারে।

তিনি জানান, নারায়ণগঞ্জ-মতলব রুটে লঞ্চ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এই রুটের লঞ্চগুলোকে মেঘনা পাড়ি দিতে হয়। এজন্য এই রুটে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
 
মো:শাহাদাৎ হোসেন/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।