ঠাকুরগাঁওয়ের বিদিপ্তা উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:১৯ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০১৭

হাইড্রোসেফালাসে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের ১৫ মাস বয়সী শিশু বিদিপ্তাকে উন্নত চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহযোগিতা দিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল। গত বৃহস্পতিবার শিশু বিদিপ্তার বাবার হাতে নগদ টাকা ও ঢাকা যাওয়ার জন্য বাসের ৩টি টিকিট তুলে দেন জেলা প্রশাসক।

শনিবার রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম শিশু বিদিপ্তা ও তার পরিবারকে চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশে হানিফ পরিবহনের একটি বাসে তুলে দেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জহিরুল ইসলাম বলেন, ডিসি স্যার আব্দুল আওয়াল সরকারি সফরে বাইরে থাকায় বিদিপ্তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বাসস্ট্যান্ডে আসতে পারেননি। আমরা আশা করছি সুস্থ হয়ে বিদিপ্তা আবার ঠাকুরগাঁওয়ে ফিরে আসবে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট বিদিপ্তার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে জাগো নিউজে খবর প্রকাশিত হওয়ার পর জেলা প্রশাসক বিদিপ্তার দায়িত্ব নেওয়ার আশ্বাস প্রদান করেন।

তারই প্রেক্ষিতে গত ৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক আব্দুল আওয়াল বিদিপ্তার বাবার হাতে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা তুলে দেন। জেলা ক্রীড়া সংস্থার ১০ হাজার ও জেলা প্রশাসনের কর্মচারীদের বেতন এবং নিজেদের ফান্ড থেকে এই টাকার ব্যবস্থা করা হয় বলে জেলা প্রশাসক জানান। ঢাকা যাওয়া বাবদ কোচের ৩টি টিকিটের ব্যবস্থাও করে দেয়া হয়েছে।

উল্লেখ্য, বিদিপ্তা ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া এলাকার খোকন মন্ডলের মেয়ে। তার বাবা খোকন মন্ডল শহরের একটি লাইব্রেরিতে মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করেন। টাকার অভাবে এতোদিন বিদিপ্তাকে শুধুমাত্র হোমিও চিকিৎসা করিয়েছেন খোকন মন্ডল।

ঢাকায় যাওয়ার সময় বিদিপ্তার বাবা খোকন মন্ডল তার সন্তানের সুস্থতার জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেন। আর চিকিৎসায় সহযোগিতা করার জন্য জেলা প্রশাসক আব্দুল আওয়ালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো. রবিউল এহসান রিপন/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।