মহালছড়িতে অস্ত্র-গুলিসহ ইউপিডিএফ সদস্য গ্রেফতার
পার্বত্য খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিদেশি রাইফেল, পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ বিপুল সামরিক সরঞ্জাম উদ্ধারের ২০ দিনের মাথায় বিদেশি অস্ত্র, দুই রাউন্ড গুলিসহ ইউপিডিএফ’র সদস্য সুপায়ন চাকমাকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। শনিবার ভোর ৪টার দিকে মহালছড়ির লেমুছড়িতে এসব উদ্ধার করা হয়।
নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহালছড়ি সেনা জোনের নিরপত্তা বাহিনীর সদস্যরা লেমুছড়িতে সুপায়ন চাকমার বাড়িতে অভিযান চালায়।
এ সময় পাহাড়ের চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ’র সক্রিয় সদস্য সুপায়ন চাকমাকে একটি ইউএসএ তৈরি স্টিভেনস শর্টগান (মডেল ৯৪ এফ ১২ গেজ) শর্টগানের দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়।
পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে ইউপিডিএফ’র আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাষ্ট্রবিরোধী লিফলেট, ব্যানার, ইউপিডিএফ’র গুরুত্বপূর্ণ সাংগঠনিক নথিপত্র, ধারাল অস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, মেগাফোন, ওষুধপত্র উদ্ধার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অস্ত্রসহ গ্রেফতার সুপায়ন চাকমাকে মহালছড়ি থানায় সোপর্দ করা হয়।
মহালছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেমায়ুন কবীর চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় গ্রেফতার ইউপিডিএফ সন্ত্রাসী সুপায়ন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
মুজিবুর রহমান ভুইয়া/এএম/জেআইএম