নেত্রকোনায় বিনামূল্যে বাদ্যযন্ত্র বিতরণ


প্রকাশিত: ০২:০০ পিএম, ১০ জুন ২০১৫

নেত্রকোনায় ইউরোপিয়ান ইউনিয়ন এর অর্থায়নে হেল্পএইজ ইন্টারন্যাশনাল`র সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা `বারসিক` নির্বাচিত চারটি সাংস্কৃতিক দলের মধ্যে বাদ্যযন্ত্র ও পোষাক বিতরণ করেছে। মঙ্গলবার সকাল ১১টায় সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদ হলরুমে এসব বাদ্যযন্ত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. জজ মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিংহের বাংলা ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, বারসিক জেলা সমন্বয়কারী জনাব ইছাক উদ্দিন প্রমুখ।

উল্লেখ, নির্বাচিত সাংস্কৃতিক দলগুলোকে ওই প্রকল্প থেকে তিন দিনের বুনিয়াদী সাংস্কৃতিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আর সে আলোকে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আরো গতিশীল করার লক্ষ্যে বাউল, জারি, কবিগান ও যাত্রাপালার প্রতিটি দলকে হারমোনিয়াম, ঢোল, জিপসী, মন্দিরা, নুপুর, বেহালা, কংগো, কি-বোর্ড, তবলা ও পোষাক বিতরণ করা হয়।

কামাল হোসাইন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।