শ্লীলতাহানীর প্রতিবাদে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ


প্রকাশিত: ০১:২২ পিএম, ১০ জুন ২০১৫

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানীর প্রতিবাদে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পাশাপাশি অভিযুক্ত বখাটদের বিচার না হওয়া পর্যন্ত বিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বুধবার বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা এ বিক্ষোভ করে।

অভিযুক্ত বখাটে হলেন, ভিক্টোরিয়া মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বারেক মোল্লার ছেলে রানা মোল্লা, একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র বেল্লাল হাওলাদার ও আরিফ হোসেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হোসেন জানান, এ ঘটনায় বিচারের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বিকেলে পরিচালনা কমিটির জরুরী সভা ডাকা হয়েছে।

উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীম গাজী জানান, এ ঘটনায় ওই ছাত্রীর পিতা আবুল হাসেম বাদি হয়ে তিন জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মামলার পরই অভিযুক্তরা পালিয়েছে। তবে তাদের গ্রেফতার করতে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।

সাইফ আমীন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।