দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:১৮ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭

দক্ষিণ আফ্রিকায় আজিজুল হক (২৮) নামের এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে সে দেশের সন্ত্রাসীরা। নিহত আজিজুল মাদারীপুরের রাজৈর উপজেলার বেপাড়ীপাড়ার আবুল বেপারীর ছেলে।

নিহতের চাচাতো ভাই সুজন হোসেন জানান, নিহত আজিজুল হকসহ তার কয়েক ভাই দক্ষিণ আফ্রিকার কেপটাউনের হাংক ওভার পার্ক এলাকায় মুদি দোকানের ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে আটটার দিকে সেদেশের সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

বিজ্ঞাপন

বুধবার রাতে নিহত আজিজুল হকের ছোট ভাই আবু সাইদ ও তার এক খালু বাংলাদেশে ফোন করে এ তথ্য জানায়। আজিজুলের মৃত্যুর খবরে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজিজুলের বাবা আবুল হোসেন বলেন, আমার ছেলেকে কত কষ্ট করে পরিবারের সুখের আশায় আফ্রিকায় পাঠাইছিলাম। এখন কিভাবে ছেলের লাশ দেশে আইন্না মাটি দেবো।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নাসিরুল হক/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।