লাইনচ্যুত মহানন্দা এক্সপ্রেস উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ০৭ সেপ্টেম্বর ২০১৭
ছবি-ফাইল

রাজশাহী রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস উদ্ধার হয়েছে। সকাল ১০টার দিকে যাত্রী নিয়ে ট্রেনটি ছেড়ে গেছে খুলনার উদ্দেশে। এর আগে একইদিন সকাল ৭টা ৫০ মিনেটে মেইল ট্রেনটি (৬১০৪) স্টেশনে প্রবেশকালে লাইনচ্যুত হয়।

রাজশাহী রেলওয়ে স্টেশনের সুপারিনটেন্ডেন্ট জিয়াউল আহসান বলেন, রেলওয়ে উদ্ধার কর্মীরা সকাল ১০টার দিকে ট্রেনটি লাইনে তোলেন। দুই ঘণ্টা বিলম্বে যাত্রী নিয়ে খুলনার উদ্দেশে যাত্রা শুরু মহানন্দা এক্সপ্রেস।

এর আগে সকাল ৭টা ৫০ মিনেটে স্টেশনের ৫ নম্বর প্লাটফরমে প্রবেশকালে ক্রসিংয়ে ইঞ্জিনের পরের বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে চাঁপাইনবাবগঞ্জ ও রহনপুরের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

এ রুটে এই সময়ের মধ্যে কোনো ট্রেন না থাকায় শিডিউল বিপর্যয় হয়নি বলে জানান স্টেশন সুপারিনটেন্ডেন্ট।

ফেরদৌস সিদ্দিক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।