যশোরে খাবার অনুপযোগী খেজুর উদ্ধার


প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৯ জুন ২০১৫

যশোরে খেজুরে সরিষার তেল মেশানোর সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১০০ বস্তা খাবার অনুপযোগী খেজুর উদ্ধার করে ধ্বংস করেছে। মঙ্গলবার বিকেলে শহরতলীর মুড়লী মোড়ের কর্ণফুলি ফল ও সবজি ক্লোড স্টোরে এই অভিযান চালানো হয়। এসময় প্রতিষ্ঠানের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবদুস সালাম জানান, তার নেতৃত্বে র‌্যাব পুলিশ মুড়লী মোড়ের কর্ণফুলি ফল ও সবজি ক্লোড স্টোরে অভিযান পরিচালনা করে। তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান খাবার অনুপযোগী ১০০ বস্তা খেজুরে সরিষার তেল মেশানো হচ্ছে। খেজুরগুলোতে পোকা ধরে গিয়েছিল। এসময় খেজুর উদ্ধার করে তা ধ্বংস করা হয়েছে এবং ক্লোড স্টোর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে অংশ নেয়া ভোক্তা অধিকারের জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম জানান, খেজুরগুলো ২০১৩ সালে গুদামজাত করে রাখা হয়। আসছে রমজানে এগুলো বাজারে বিক্রির উদ্দেশে তেল মেশানো হচ্ছিল। আমরা সেগুলো উদ্ধার করে নষ্ট করে দিয়েছি।

মিলন রহমান/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।