নাফ নদীতে নৌকাডুবি : আরও ৩ রোহিঙ্গার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:১৯ এএম, ০৬ সেপ্টেম্বর ২০১৭

টেকনাফে নৌকাডুবির ঘটনায় আরও তিন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। টেকনাফ সীমান্তের নাফ নদীর মৌলভী বাজার এলাকা থেকে এক শিশু, লম্বরীঘাট থেকে এক পুরুষ ও আরেক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বুধবার দুপুর আড়াইটার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

মরদেহগুলো উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র আবদুল্লাহ মনির।

নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় বুধবার সকাল থেকে এনিয়ে ৯ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার হলো।

উল্লেখ্য, মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে নৌকা যোগে নাফনদী পার হতে গিয়ে শাহপরীরদ্বীপ গোলারচর এলাকায় রোহিঙ্গাদের নৌকাডুবির ঘটনায় এসব মরদেহ উদ্ধার হচ্ছে। এর আগেও গত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত আরও ৫৫ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করে স্থানীয় প্রশাসন।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।