নড়াইলে হামলার শিকার হলেন সাংবাদিকরা


প্রকাশিত: ১০:০২ এএম, ০৯ জুন ২০১৫

নড়াইলে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিকরা। মঙ্গলবার নড়াইল গণপূর্ত অধিদফতরে এ ঘটনা ঘটে।

বৈশাখী টিভির জেলা প্রতিনিধি মিরাজ খান জাগো নিউজকে জানান, জেলার লোহাগড়া উপজেলার ফায়ার স্টেশনের ভবন নির্মাণ সংক্রন্ত তথ্য আনতে গেলে গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী এবিএম জালাল উদ্দিন তাকে লাঞ্চিত করে। বিষয়টি অন্য সাংসাদিকদের জানালে তারা ওই কর্মকর্তার কার্যালয়ে যান। বিষয়টি নিয়ে ওই প্রকৌশলীর সাথে কথা বলতে গেলে তিনি তার কাছে থাকা লাঠি দিয়ে সাংবাদিকদের উপর হামলা চালায়। এসময় কয়েকজন সাংবাদিক সামান্য আহত হন। খবর পেয়ে পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

পরে পুলিশ সুপারের কার্যালয়ে বিষয়টি নিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল মাসুদ, আনসারের জেলা কমান্ডার আতাউর রহমান, নড়াইল গণপূর্ত অধিদফতরে সহকারী প্রকৌশলী বিএম গোলাম কাজীসহ সাংবাদিক নেতৃবৃন্দ আলোচনায় বসেন।

নড়াইল গণপূর্ত অধিদফতরে সহকারী প্রকৌশলী বিএম গোলাম কাজী অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ এবং ক্ষমা প্রর্থনা করেন।

পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, সাংবাদিকদের সাথে গণপূর্ত অধিদফতরের প্রকৌশলী ভুল বোঝাবুঝি হয়েছিল। আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনন্দ কুমার বিশ্বাস জাগো নিউজকে জানান, পুলিশ সুপারসহ সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছে।

হাফিজুল নিলু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।