গাজীপুরে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু


প্রকাশিত: ০৬:০৬ এএম, ০৯ জুন ২০১৫

গাজীপুরের জেলা প্রশাসকের সরকারি বাস ভবনের পরিত্যক্ত গার্ডরুম ভাঙার সময় ছাদ ধসে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি।

সরেজমিনে দেখা গেছে, জেলা প্রশাসকের বাস ভবনের ভেতর পরিত্যক্ত গার্ডরুম ভাঙার কাজ করছিল কয়েকজন নির্মাণ শ্রমিক। সকাল ৯টার দিকে গার্ডরুমের ছাদটি অপসারণ করার সময় এক পাশ থেকে তা এক নির্মাণ শ্রমিকের উপর ধসে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাজীপুর জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম জানান, কয়েকদিন ধরে শ্রমিকরা গাজীপুর গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে পরিত্যক্ত ওই গার্ডরুমটি ভাঙার কাজ করছিল। মঙ্গলবার সকালে সেটি ভাঙার সময় হাঠাৎ করে ভেঙে এক নির্মাণ শ্রমিকের উপর পড়ে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত শ্রমিকের পরিচয় এখনো পাওয়া যায়নি। জেলা প্রশাসকের পক্ষ থেকে দাফন কাফনসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

মো. আমিনুল ইসলাম/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।