মাদারীপুরে অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন


প্রকাশিত: ০২:০১ পিএম, ০৮ জুন ২০১৫

মাদারীপুরের শিবচরে অবৈধভাবে অস্ত্র রাখায় দায়ে ইকবাল হোসেন মৃধা (২৮) নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে মাদারীপুরের স্পেশাল ট্রাইব্যুনাল জজ-২ আদালতের বিচারক আব্দুল মান্নান এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালে ২৩ ডিসেম্বর শিবচরের মকবুল খালাসীর কান্দি এলাকার আব্দুল জব্বার মৃধার ছেলে ইকবাল হোসেন মৃধাকে ভদ্রাসন ইউনিয়নের ক্রোকচর থেকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে শিবচর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ইকবাল পুলিশের কাছে অবৈধ অস্ত্র রাখার কথা স্বীকার করার পর শিবচর থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। স্বাক্ষ্য প্রমাণ শেষে বিচারক এ রায় প্রদান করেন।

মামলায় বাদী রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাড. এমরান লতিফ জানান, ইকবালকে বিজ্ঞ বিচারক যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন।

একেএম নাসিরুল হক/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।