বিদিপ্তাকে চিকিৎসা করাবেন ঠাকুরগাঁওয়ের ডিসি

মাহাবুর আলম সোহাগ
মাহাবুর আলম সোহাগ মাহাবুর আলম সোহাগ , সহকারী বার্তা সম্পাদক (কান্ট্রি ইনচার্জ)
প্রকাশিত: ০৮:৩০ এএম, ৩১ আগস্ট ২০১৭

এবার হাইড্রোসেফালাসে আক্রান্ত ঠাকুরগাঁওয়ের ১৫ মাস বয়সী শিশু বিদিপ্তাকে ঢাকায় পাঠিয়ে চিকিৎসা করানোর দায়িত্ব নিয়েছেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়াল।

সম্প্রতি সন্তানের নির্যাতনের শিকার শতবর্ষী ঠাকুরগাঁওয়ের এক বৃদ্ধাকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে এনে ভর্তি করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। সেই ছবিসহ সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পেলে দেশব্যাপী ব্যাপক প্রশংসিত হন তিনি।

এরপর গতকাল বুধবার হাইড্রোসেফালাসে আক্রান্ত শিশু বিদিপ্তাকে নিয়ে ফেসবুকে লাইভ করেন এই প্রতিবেদক। বিষয়টি তাৎক্ষণিকভাবে নজরে আনেন জেলা প্রশাসক। এরপর তিনি এই প্রতিবেদককে শিশুটির চিকিৎসার করানোর আশ্বাস দেন।

Thakurgaon-Bidipta

এদিকে বৃহস্পতিবার সকালে শিশু বিদিপ্তাকে নিয়ে তার বাবা খোকন ও মা মাধবী জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন।

এসময় জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, যত দ্রুত সম্ভব বিদিপ্তাকে ঢাকায় পাঠানো হবে। ঢাকায় আমার বন্ধু নিউরো সার্জন ডাক্তার জাহিদের সঙ্গে তার চিকিৎসার বিষয়ে কথা হয়েছে। সে সার্বিক ব্যবস্থা করে দেবে।

তিনি বলেন, আমরা খুব চেষ্টা করব ঈদের ছুটি শেষে আগামী ১০ সেপ্টেম্বর বিদিপ্তাকে ঢাকায় পাঠানোর। এই সময়ের মধ্যে তার পরিবারের হাতে চিকিৎসা বাবদ ৫০ হাজার টাকা আমরা দিয়ে দেব।

Thakurgaon-Bidipta

তিনি আরও বলেন, বিদিপ্তাকে সুস্থ করতে জেলা প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব।

প্রসঙ্গত, বিদিপ্তা ঠাকুরগাঁও শহরের জমিদারপাড়া এলাকার খোকন মন্ডলের মেয়ে। তার বাবা খোকন মন্ডল শহরের একটি লাইব্রেরিতে মাত্র ৬ হাজার টাকা বেতনে চাকরি করেন। টাকার অভাবে এতদিন বিদিপ্তাকে শুধুমাত্র হোমিও চিকিৎসা করিয়েছেন খোকন মন্ডল।

খোকন মন্ডল জানান, তিন মাস আগেও মাথাটি ছোট ছিল বিদিপ্তার। হঠাৎ করেই এত বড় হয়ে গেল। তবে জন্মের সময়ই শিশু চিকিৎসক সাজ্জাদ হায়দার শাহীন বলেছিলেন দ্রুত ঢাকা নিয়ে যেতে। কিন্তু আমার কাছে ঢাকা নিয়ে যাওয়ার মতো গাড়ি ভাড়াও ছিল না। তাই নিয়ে যেতে পারিনি। তখনই চিকিৎসা করাতে পারলে হয়তো সুস্থ হয়ে যেত আমার মেয়ে।

এমএএস/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।