নওগাঁয় পাওয়ার টিলার পেয়ে উৎসাহিত কৃষকরা


প্রকাশিত: ১১:৩০ এএম, ০৭ জুন ২০১৫

নওগাঁর আত্রাই উপজেলায় সরকারি সহায়তায় ২০টি পাওয়ার টিলার ও ৫টি ক্রেচার মেশিন কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অধিদফতরের আয়োজনে সরকারি সহায়তায় শতকরা ৩০ ভাগ ভর্তুকির আওতায় কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ক্রেচার মেশিন বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান একরামূল বারী রঞ্জু, কৃষিবিদ কৃষি সম্প্রসারণ অফিসার মো. বুলবুল আহম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল আজিজ মণ্ডল, সফল কৃষক আলহাজ্ব আবদার হোসেন সরদার, গাহেব গঞ্জ গ্রামের কৃষক খলিলুর রহমান, উপজেলা পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের কৃষক মোহম্মাদ আলী, হাটকালু পাড়া ইউপির সাবেক মেম্বর ও কৃষক আমজাদ হোসন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান এবাদ সরকারি সহায়তায় প্রদানকৃত পাওয়ার টিলারের চাবি, ক্রেচার মেশিনসহ যন্ত্রাংশ কৃষকদের হাতে তুলে দেন ও পাওয়ার টিলার হস্তান্তর করেন।

আব্বাস আলী/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।