ব্রাহ্মণবাড়িয়ায় আগুনে পুড়ল ১১ দোকান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৪:৫১ এএম, ২৮ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়ায় ফটোকপির মার্কেটে আগুন লেগে ১১টি দোকান পুড়ে গেছে। রোববার দিবাগত মধ্যরাতে শহরের কোর্ট রোড এলাকার ফটোকপির মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফটোকপি, কনফেকশনারি ও দলিল লেখকের অফিস রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে মনে হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনই বলা যাচ্ছে না।

তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আজিজুল সঞ্চয়/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।