মানিকগঞ্জে ধানের ন্যায্য দামের দাবিতে পথসভা


প্রকাশিত: ০৯:০২ এএম, ০৭ জুন ২০১৫

কৃষকদেরকে ধানের নায্য দাম দেয়া, বিদেশ থেকে চাল আমদানি বন্ধ করা এবং ব্যবসায়ীদের পরিবর্তে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকার ঘোষিত দামে ধান কেনার দাবিতে মানিকগঞ্জে পথসভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ কৃষক-মজুর সংহতি, বাংলাদেশ কিষাণী সভা ও গণসংহতি আন্দোলন যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে।

পথসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ কৃষক মজুর সংহতির সাধারণ সম্পাদক জোনায়েদ সাকি। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সহ-সভাপতি আল জাহিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী হকার্স সমিতির সভাপতি বাচ্চু ভূইয়া, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী মনজুরুল ইসলাম বাবু, জেলা কৃষক মজুর সংহতির সংগঠক সোহরাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভা শেষে নেতাকর্মীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

মতিউর রহমান/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।