সুন্দরবন নিকটবর্তী চুনকুড়ী নদীর রিংবাঁধে ভাঙন


প্রকাশিত: ০৮:৪৩ এএম, ০৭ জুন ২০১৫

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবনের নিকটবর্তী চুনকুড়ী নদী তীরবর্তী হরিনগর বাজার পয়েন্টে প্রায় ৩০ মিটার রিংবাঁধ ভেঙে গেছে। এতে হরিনগর বাজার সংলগ্ন আছিয়া খাতুনের স্টলসহ কয়েকটি দোকান নদী গর্ভে বিলীন হয়েছে।

হরিনগর বাজারের ব্যবসায়ী আব্দুর রউফ জাগো নিউজকে জানান, শনিবার রাতে রিংবাঁধ ভাঙা শুরু হয়। তবে এখনো জোয়ার না আসার কারণে ক্ষয়ক্ষতি সীমিত আছে। জোয়ার এলে ভয়াবহ অবস্থার সৃষ্টি হতে পারে এমনটাই আশঙ্কা করছেন এলাকবাসী।



এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঞ্জুর আলম জাগো নিউজকে জানান, বাঁধ সংস্কারের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে সর্বোচ্চ সতর্কতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।