তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জাগো নিউজের ত্রাণ বিতরণ
জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের পক্ষ থেকে নীলফামারীর ডিমলায় তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার ১৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ পেয়ে খুশি তিস্তাপাড়ের মানুষ।
বোরবার দুপুরে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তার উজানে ঝাড়সিংহেশ্বর গ্রামে পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান জাগো নিউজের ত্রাণ বিতরণ করেন।
এ সময় জাগো নিউজের নীলফামারী প্রতিনিধি জাহেদুল ইসলাম, ইউপি সদস্য বাবলু মিয়া, সংরক্ষিত ইউপি সদস্য আয়েশা বেগম উপস্থিত ছিলেন।
ঝাড়সিংহেশ্বর গ্রামের রাহেলা বেগম (৫৫) বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জাগো নিউজ থেকে যে ত্রাণ দেয়া হয়েছে তা মানসম্মত।
পূর্ব ছাতনাই ইউপি চেয়ারম্যান প্রভাষক আব্দুল লতিফ খান বলেন, জাগো নিউজের দেয়া ত্রাণ উন্নতমানের। তিস্তার বন্যার ক্ষতিগ্রস্থদের পাশে প্রাণ-আরএফএল গ্রুপের জাগো নিউজের মত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
টেপাখড়িবাড়ী ইউনিয়নে পূর্ব খড়িবাড়ী গ্রামে জাগো নিউজের দেয়া ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন, খালিশা চাপানি ইউনিয়নের তিস্তার ক্ষতিগ্রস্ত ছোটখাতা গ্রামে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান সরকার ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের তিস্তার দুর্গম চর ছাতুনামা ভেন্ডাবাড়ী গ্রামে ত্রাণ বিতরণ করেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান।
তিস্তার বন্যায় ক্ষতিগ্রস্ত পূর্ব ছাতনাই ইউনিয়নের ২০০ পরিবার, টেপাখড়িবাড়ী ইউনিয়নের ৫৫০ পরিবার, খালিশা চাপানি ইউনিয়নের ২০০ পরিবার ও ঝুনাগাছ চাপানি ইউনিয়নের ২০০ পরিবারের মাঝে জাগো নিউজের পক্ষ থেকে এসব ত্রাণ বিতরণ করা হয়।
জাহেদুল ইসলাম/আরএআর/জেআইএম