গাইবান্ধায় দুই হাজার পরিবারের মাঝে জাগো নিউজের ত্রাণ বিতরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১২:৪৯ পিএম, ২৭ আগস্ট ২০১৭

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমের পক্ষ থেকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বন্যাকবলিত ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক শিল্পপ্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপের সার্বিক সহযোগিতায় এ ত্রাণ বিতরণ করা হয়।

flood

রোববার দুপুরে ফুলছড়ি ইউনিয়নের ফুলছড়ি গ্রামে, শনিবার সকালে এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে ও দুপুরে ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি ও চন্দনস্বর গ্রামে এক হাজার ৫০০ পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ফুলছড়ি গ্রামে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ইউপি সদস্য নুরুল ইসলাম, ইসমাইল হোসেন ও শামছুন্নাহার বেগম।

flood

এর আগে শনিবার সকালে এরেন্ডাবাড়ী ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য শাহ জামাল, আব্দুল কুদ্দুস, আব্দুল বারেক, খলিলুর রহমান ও ফরিদা বেগম এবং দুপুরে ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামারি ও চন্দনস্বর গ্রামে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্য আতিকুর রহমান, হারুনুর রশিদ ও রোকেয়া বেগম প্রমুখ।

flood

এছাড়া গত শুক্রবার বিকেলে উড়িয়া ইউনিয়নের রতনপুর রহমানিয়া দাখিল মাদরাসা মাঠে বন্যাকবলিত ৫০০টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

রওশন আলম পাপুল/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।