বন্যার্তদের ত্রাণ দিলেন অ্যাটর্নি জেনারেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১১:০৪ পিএম, ২৬ আগস্ট ২০১৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পদ্মার পাড়ের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজংয়ের তেউটিয়া এলাকায় ব্যক্তিগত উদ্যোগে পাঁচশতাধিক বানভাসি মানুষের মাঝে শুকনা খাবারসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেন অ্যাটর্নি জেনারেল।

এসময় মাহবুবে আলম সরকারের পাশাপাশি বানভাসি অসহায় মানুষদের পাশে সমাজের ভিত্তশালীদের দাঁড়ানোর আহ্বান জানান।

এছাড়া দুপুর ১২টার দিকে নওপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিল পত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুণি লেখকদের বই উপহার দেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাহবুবে আলম বলেন, বইগুলো পড়লে বঙ্গবন্ধু ও দেশের সঠিক ইতিহাস জানতে পারবে। তাই তোমাদের এ বইগুলো পড়া উচিত।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সভাপতি ডা. অধ্যাপক আবু ইউসুফ ফকির, কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সমাজ সেবক নজরুল ইসলাম প্রমুখ।

ভবতোষ চৌধুরী নুপুর/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।