ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনে ধীরগতি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:৪৯ এএম, ২৬ আগস্ট ২০১৭

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ধীর গতিতে যান চলাচল করেছ। গরু ভর্তি শত শত ট্রাক আটকা পড়েছে। এছাড়া গরমের মধ্যে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে মহাসড়কের কালীয়াকৈর ওভারব্রিজ এলাকায় একটি রডভর্তি ট্রাক বিকল হয়ে গেলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাত ২টার পর বিকল ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে নিলে ফের যান চলাচল শুরু হয়। তবে একটু পর পর যানবাহন থেমে থাকছে। রয়েছে ধীরগতি।

মির্জাপুর থানার ডিউটি অফিসার জানিয়েছেন, যানজটে গাড়ি একেবারে থেমে নেই। তবে ধীর গতিতে গাড়ি চলছে।

এরশাদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।