আশুগঞ্জ বিদ্যুৎ প্রকল্পের মালামাল পাচারের সময় আটক ৭


প্রকাশিত: ০৯:৩৮ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণধীন ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট (নর্থ) প্রকল্পের মালামাল পাচারের সময় ট্রাকসহ ৭ জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

আটককৃতদের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিঃ কর্মকর্তা জাকির হোসেনও রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে ১৫ মেট্রিকটন রডসহ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন মালামাল উদ্ধার করা হয়।

আশুগঞ্জ থানার ভারপ্রার্প্ত কর্মকর্তা আবু জাফর জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।

উল্লেখ্য, ১০হাজার ৭শ ৩২ কোটি টাকা ব্যয়ে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব উদ্যোগে ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প(নর্থ), ৩৮০মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প(সাউথ), ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট প্রকল্প, ১৯৫ মেগাওয়াট মডিওলার পাওয়ার প্লান্ট এর মোট ১২শ ৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মান কাজ চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।