কারমাইকেল কলেজ অধ্যক্ষ অবরুদ্ধ

কর্মচারীদের বেতন বৃদ্ধির দাবিতে রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুল লতিফ মিয়াকে অবরুদ্ধ করেছেন তিনটি ছাত্রীনিবাসের কর্মচারী ও ছাত্রীরা।

বৃহস্পতিবার সকাল থেকে কলেজটির বেগম রোকেয়া ছাত্রীনিবাস, তাপসী রাবেয়া ছাত্রীনিবাস ও শহীদ জননী জাহানারা ইমাম ছাত্রীনিবাসের কর্মচারীরা কর্মবিরতিতে যান। পরে বেলা ১১টা থেকে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নেন কর্মচারী ও ছাত্রীরা।

একপর্যায়ে অধ্যক্ষ কর্মচারীদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন। এ সময় ঘণ্টাব্যাপী অধ্যক্ষ তার কার্যালয়ে অবরুদ্ধ ছিলেন।

এ বিষয়ে কারমাইকেল কলেজের অধ্যক্ষ ড. মো. আব্দুল লতিফ মিয়া জাগো নিউজকে বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রীনিবাসে দিনমজুরি ভিত্তিতে কাজ করা কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। পরে তাদের বেতন বৃদ্ধির আশ্বাস দিলে তারা কাজে ফিরে যান।

সজীব হোসাইন/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।