ফুলছড়িতে ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৩ আগস্ট ২০১৭

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ডাকাতের ছুরিকাঘাতে দুলাল মিয়া (৩২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে ও বাবলু মিয়া নামের একজন গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফজলুপুর ইউনিয়নের চরচৌমুহন (বুলবুলির চর) গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত দুলাল মিয়া ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে ও আহত বাবলু মিয়া মগবুল হোসেনের ছেলে। বাবলু মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধার পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ডাকাতের হাতে দুলাল মিয়ার মাথায় চোট লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া বাবলু মিয়া নামের অপর একজন গুলিবিদ্ধ হয়েছেন।

রওশন আলম পাপুল/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।