সাতক্ষীরায় বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক


প্রকাশিত: ০৭:৫৯ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

সাতক্ষীরা জেলার দেবহাটা সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুরু হয়ে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

পতাকা বৈঠকে আট সদস্য বিশিষ্ঠ বিজিবি দলের নেতৃত্ব দেন নীলডুমুর ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোঃ সামছুল কবীর। ছয় সদস্য বিশিষ্ট বিএসএফ দলের নেতৃত্ব দেন কলকাতার টগর ভিলার ৩নং ব্যাটালিয়নের কমান্ডার শ্রী কেএম প্রসাদ।

পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভায় শূন্য থেকে ১৫০ গজের মধ্যে বাংলাদেশের পাশের উন্নয়নমূলক কাজ ও উভয় পার্শ্বের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয়পক্ষ শুভেচ্ছা বিনিময়কালে উপহার সামগ্রী প্রদান করা হয়।

সভায় বিজিবি ও বিএসএফ কর্তৃপক্ষ সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। আগামী দিনগুলোতে উভয় দেশের সীমান্তে যাতে শান্তি বজায় থাকে এবং আন্তঃসীমান্ত সমস্যাসমূহ পারস্পারিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদও ব্যক্ত করা হয়। এ ছাড়া বৈঠকে সীমান্ত চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার প্রসঙ্গও স্থান পায়।

পতাকা বৈঠক ও পর্যবেক্ষণ সভা ফলপ্রসু হয়েছে বলে জানান নীলডুমুর বিজিবি ক্যাম্পের অধিনায়ক কর্নেল মোঃ সামছুল কবীর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।