লক্ষ্মীপুরে গোলাগুলিতে ৫ পুলিশ আহত, অস্ত্র উদ্ধার


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ১১ সেপ্টেম্বর ২০১৪

লক্ষ্মীপুরে সন্ত্রাসী ও পুলিশের মধ্যে গোলাগুলির ঘটনায় ৫ পুলিশ ও বাশার বাহিনীর সদস্য ইউনুস গুলিবিদ্ধসহ আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পুলিশের পৃথক অভিযান চলাকালে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের গোপিয়ারখিল নামক স্থানে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ ও গুলিবিদ্ধ ইউনুসকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুপুরে সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। এ দিকে গোলাগুলির ঘটনায় এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান জানান, সদর উপজেলার দিঘলী ইউনিয়নের গোপিয়ারখিল নামক স্থানে বাশার বাহিনীর অবস্থান টের পেয়ে পুলিশ ভোরে অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে ৫/৬ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ও পাল্টা গুলি ছুড়ে। এতে বাশার বাহিনীর সদস্যকে আহত অবস্থায় পুলিশ আটক করে।

সন্ত্রাসীদের গুলিতে  ডিবি পুলিশের এএসআই মাহে আলম, জহিরুল ইসলাম, বাহার উদ্দিন, নাজমুল হাসান, আবু সুফিয়ান আহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।