টেকনাফে অনুপ্রবেশকালে ৩১ রোহিঙ্গাকে ফেরত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৯ আগস্ট ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুনভাবে সেনা অভিযানের জের ধরে সেখানে অবস্থানরত রোহিঙ্গারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে ফের বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে টেকনাফ সীমান্তের নাফ নদীর গোল্লার চর দিয়ে একটি বোট নিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে ৩১ জন রোহিঙ্গা নারী-পুরুষকে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ডের সদস্যরা।

কোস্টগার্ডের টেকনাফ স্টেশন কমান্ডার লে. জাফর ইমাম সজীব জানান, পূর্বজোনের অধীনস্থ সিজি আউট পোস্ট শাহপূরীর একটি টহল দল নিয়মিত টহলকালে নাফ নদীর গোল্লার চর এলাকায় মায়ানমার থেকে আসা একটি বোট তল্লাশি করে। এ সময় বোটের ক্রুসহ মোট ৩১ জন রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ ও মানবিক সহযোগিতা প্রদান করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।

সায়ীদ আলমগীর/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।