বিএনপির কোনো রাজনীতি নেই : বীরেন শিকদার
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, বিএনপির কোনো রাজনীতি নেই। ৫ জানুয়ারির নির্বাচনের সময় আগুন সন্ত্রাস করে দেশের মানুষের কাছে যেভাবে তারা অপ্রিয় হয়েছে তাতে তাদের মাঠে নামার মতো অবস্থা নেই। তাদের জনগণের সামনে গিয়ে বলার মতো কিছু নেই। তাই আজ তারা সুপ্রিম কোর্টের ঘাড়ে হাত রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এতে মানুষ সন্তুষ্ট হবে না কারণ তাদের গায়ে মানুষ পোড়ার গন্ধ।
শনিবার দুপুরে মাগুরায় শালিখা উপজেলার ছয়ঘরিয়া এ.বি.এস ফাজিল মাদরাসায় জাতীয় শোক দিবসের এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ নিন্মমধ্য আয়ের দেশে পরিণত হয়েছে। দেশের জনগণের বাৎসরিক মাথা পিছু আয় ছিল ৬৯০ ডলার কিন্তু এখন মাথাপিছু আয় বেড়ে ১৬০২ ডলারে উন্নীত হয়েছে। বাংলাদেশ এখন আর কোনো গরীব দেশ না।
ছয়ঘরিয়া ফাজিল মাদরাসার সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আফসার উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্যামল কুমার দে, ইউপি চেয়ারম্যান বিমল শিকদার, রবিউল ইসলাম ও মাওলানা মো. ফরিদুল ইসলাম।
ছয়ঘরিয়া এ.বি.এস ফাজিল মাদরাসা এ কর্মসূচির আয়োজন করে।
আরাফাত হোসেন/এফএ/আইআই