অলৌকিকভাবে বেঁচে গেল প্রাইভেটকারের ৪ যাত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:১৫ এএম, ১৯ আগস্ট ২০১৭

রাখে আল্লাহ মারে কে? কথাটি আবারও প্রমাণ হলো শনিবার সকালের একটি মারাত্মক দুর্ঘটনায়। রাত ৩টায় কলাতলী হোটেল-মোটেল জোনের প্রধান সড়কের সুগন্ধা রোড সংলগ্ন এলাকায় দুর্ঘটনায় পড়েও অলৌকিকভাবে বেঁচে গেছেন চার পর্যটক।

প্রত্যক্ষদর্শী এটিএম আমান উল্লাহ জানান, কলাতলী মোড়ের দিক থেকে পর্যটকবাহী একটি প্রাইভেটকার দ্রুতগতিতে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। এসময় গাড়িতে উচ্চ ভলিউমে গান বাজছিল। চালক ও আরোহীরা সম্ভবত মাতাল ছিলেন, তাই সুগন্ধা রোডের মাথায় শামীম গেস্ট হাউসের সামনে এসে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি এঁকেবেঁকে চলতে শুরু করে।

একপর্যায়ে গাড়িটি সম্পূর্ণ উল্টে গিয়ে রাস্তার পাশে পানিভর্তি ড্রেনে পড়ে যায়। গাড়ির বেশিরভাগ অংশ পানিতে ডুবে গেলেও অলৌকিকভাবে বেঁচে যান চার আরোহী। এর কিছুক্ষণ পর মাতাল ও বেসামাল অবস্থায়ই গাড়ি থেকে কোনোরকমে বেরিয়ে আসেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ততম ওই সড়কে রাতে যান চলাচল ছিল না, তাই প্রাণহানি হয়নি।

সায়ীদ আলমগীর/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।