ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৩ জন উদ্ধার : আটক ৩


প্রকাশিত: ০৯:৫০ এএম, ০৪ জুন ২০১৫

ভারতে পাচারকালে যশোরের কেশবপুর থেকে ২৩ জন নারী, পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কেশবপুর উপজেলার সাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবুল খায়েরের ছেলে মনিরুজ্জামান, বাগেরহাটের মোরেলগঞ্জের চালিতাবুনিয়া গ্রামের জামাল হোসেনের ছেলে অলি এবং একই উপজেলার বারইখালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুর রশিদ। উদ্ধারকৃতদের মধ্যে পাঁচজন নারী, পাঁচজন শিশু ও ১৩ জন পুরুষ রয়েছেন। তাদের বাড়ি বাগেরহাট, পিরোজপুর, যশোর, খুলনাসহ বিভিন্ন জেলায়।

কেশবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, উদ্ধার হওয়ায় ২৩ জনকে নানা কৌশলে ভারতে পাচারের উদ্দেশ্যে তিন পাচারকারীকে কেশবপুরে আনেন। তাদের সাতক্ষীরার ভোমরা সীমান্ত দিয়ে পাচার করার কথা ছিলো। খবর পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে। এ সময় তিন পাচারকারীকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় মানবপাচার আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

মিলন রহমান/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।