মানিকগঞ্জে ৮০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৩:০০ এএম, ১৭ আগস্ট ২০১৭

পদ্মা-যমুনাসহ জেলার অভ্যন্তরীণ নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় মানিকগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত যমুনার পানি মানিকগঞ্জের আরিচা পয়েন্টে বিপদসীমার ৭১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যার কারণে জেলার ৮০টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসি শিখা জাগো নিউজকে জানান, পানি উঠে যাওয়ায় দৌলতপুর উপজেলায় ৩৭টি, হরিরামপু উপজেলায় ২২টি, শিবালয়ে ১০টি এবং সাটুরিয়া উপজেলায় ৩টি প্রাইমারি স্কুল বন্ধ ঘোষণা
করা হয়েছে। এছাড়া একটি মাদরাসাসহ ৮টি হাইস্কুলও বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

jagonews24

এদিকে বাড়ি ঘরে পানি উঠে যাওয়ায় জেলার দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুর উপজেলার অসংখ্য মানুষ চরম দু্র্ভোগ পোহাচ্ছেন। দৌলতপুর ও হরিরামপুর উপজেলার বেশির ভাগ আঞ্চলিক সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ হয়ে গেছে।

বি.এম খোরশেদ/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।