শেরপুরে বন্যার পানিতে কিশোরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:০১ পিএম, ১৬ আগস্ট ২০১৭

শেরপুরে বন্যার পানিতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার কামারের চর ইউনিয়নের কামারেরচর বাজার সংলগ্ন শুক্রামাদি বিলে এ ঘটনা ঘটে।

মৃত হানিফ উদ্দিন (১৫) জামালপুর সদরের সাহাবাজপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের দুলাল উদ্দিনের ছেলে। সে সাহাব্দির চর মধ্যপাড়া মাদরাসায় পড়তো।

কামারেরচর ইউনিয়নের ইউপি সচিব মো. হজরত আলী বলেন, দুইজন সহপাঠির সঙ্গে হাফেজ হানিফ উদ্দিন বিকেল ৪টার দিকে বন্যার পানিতে গোসল করতে যায়। পানির প্রচণ্ড পাকে সে ডুবে যায়। ঘটনার দুই ঘণ্টা পর তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

হাকিম বাবুল/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।