বরিশালে ডাকাতি মামলার আসামি গ্রেফতার


প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৩ জুন ২০১৫

বরিশালে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৬ মামলার পলাতক আসামি বাবুল আকনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে পুলিশ একটি পাইপগান ও দু`রাউন্ড গুলি উদ্ধার করে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কোতয়ালি মডেল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়েকালে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃত বাবুল আকন ওরফে লোটাস আকন বাকেরগঞ্জ উপজেলার পোড়াচিনা এলাকার লুৎফর রহমানের ছেলে। কোতয়ালি মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার ডেমরা এলাকা থেকে বরিশাল নগরীর একটি ডাকাতি মামলার আসামি বাবুলকে গ্রেফতার করা হয়। বরিশালে নিয়ে এসে শেষ রাতে অস্ত্র উদ্ধার অভিযানে নামা হয়। এ সময় দপদপিয়া সেতুর নিচ থেকে মাটি খুঁড়ে একটি পাইপগান ও দু’রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে বাবুল জানায়, তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতিসহ ১৬টি মামলা রয়েছে। মামলার কারণে তিনি ঢাকায় পালিয়ে ছিলেন বলে জানায়।

সাইফ আমীন/এআরএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।