নেত্রকোনায় পানির নিচে ১১ হাজার হেক্টর জমির রোপা আমন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:৪০ এএম, ১৬ আগস্ট ২০১৭

টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানির নিচে তলিয়ে গেছে নেত্রকোনার ১০ হাজার ৮৩০ হেক্টর জমির রোপা আমন। চলতি বন্যায় ২৭৭ হেক্টরের বেশি আমন বীজতলা তলিয়ে গেছে বলে জানিয়েছে জেলা কৃষি অফিস।

জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ বছর নেত্রকোনায় এক লাখ ৪০ হাজার ১৩৫ হাজার হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। ইতিমধ্যে ৪৫ হাজার ৪৯০ হেক্টর জমিতে রোপা আমন রোপণ করা হয়েছে।

জেলা কৃষি অফিসের তথ্য মতে, চলতি বন্যায় কলমাকান্দা উপজেলায় দুই হাজার ৫৫ হেক্টর, দুর্গাপুরে তিন হাজার হেক্টর, সদর উপজেলায় তিন হাজার ৬ হেক্টর, কেন্দুয়ায় এক হাজার ২০০ হেক্টর, বারহাট্রায় ৩১৫ হেক্টর, আটপাড়ায় ৩০০ হেক্টর, পূর্বধলায় ৫০ হেক্টর, মোহনগঞ্জে ৬০ হেক্টর এবং মদনে ৫০ হেক্টর রোপা আমানের খেত তলিয়ে গেছে। তবে স্থানীয়দের ধারণা ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে।

jagonews24

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের জাগো নিউজকে জানান, কংস নদের পানি বুধবার বিপদসীমার ১৮০ সেন্টিমিটার, উব্দাখালি নদীর পানি ৮৮ সেন্টিমিটার ও ধনু নদীর পানি ৩২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

নেত্রকোনার জেলা প্রশাসক মুশফিকুর রহমান জাগো নিউজকে জানান, জেলার ৭টি উপজেলার ২৯টি ইউনিয়নের ৩১ হাজার ৪৩২টি পরিবারে প্রায় সোয়া লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে। দুর্গতদের মাঝে তাৎক্ষণিক বরাদ্দের ২৫ মেট্রিক টন চাল ও শুকনো খাবার কেনার জন্য নগদ এক লাখ ২৬ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

কামাল হোসাইন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।