নেত্রকোনায় পানিতে ডুবে দুইজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:১৮ এএম, ১৬ আগস্ট ২০১৭

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বন্যার পানিতে ডুবে এক বৃদ্ধসহ দুইজনের মৃত্যু হয়েছে। তারা হলেন- উপজেলার চকপাড়া গ্রামের মকবুল হোসেন(৯৮) ও মন্ডলেরগাতী গ্রামের জামাল মিয়া (৫০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলা সদরের চকপাড়া গ্রামের বৃদ্ধ মকবুল হোসেন মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে কালিহালা বাজারে যাচ্ছিলেন চা খাওয়ার জন্য। পথে পা পিছলে বানের পানিতে পড়ে তলিয়ে যান। পরে এলাকাবাসী পানি থেকে তার মরদহে উদ্ধার করে।

অন্যদিকে একই দিন উপজেলার মন্ডলেরগাতী গ্রামের জামাল মিয়া স্থানীয় বাজারে যাওয়ার পথে হাওড়ের পানিতে ঝুলে পড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে পানিতে পড়ে যান।

এলাকাবাসী তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) একেএম মিজানুর রহমান পানিতে ডুবে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।