হঠাৎ বাড়ছে পদ্মার পানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৪:৪৭ এএম, ১৬ আগস্ট ২০১৭

রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পদ্মানদীর পানি বিপদসীমার ৭৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অস্বাভাবিক হারে এ পানি বৃদ্ধির ফলে জেলার অনেক নিম্নাঞ্চল ও চরাঞ্চাল প্লাবিত হতে শুরু করেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিয়ে গোয়ালন্দে দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে থেকে এ তথ্য জানা গেছে।

গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মার পানি ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। আর এতেই আতঙ্কিত হয়ে পড়েছে ওই এলাকার অসংখ্য মানুষ। পানিতে অনেক ফসলি জমিও তলিয়ে গেছে বলে জানা গেছে।

এদিকে মুন্সিগঞ্জের ভাগ্যকুল পয়েন্টেও পদ্মা নদীর পানি বিপদসীমার ১৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে পদ্মানদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ার সম্ভাবনা রয়েছে।

পানি বৃদ্ধির কারণে পদ্মা নদীতে তীব্র স্রোত ও ঘুর্ণাবর্ত দেখা দিয়েছে। এতে টঙ্গীবাড়ি, লৌহজং ও শ্রীনগর উপজেলার নদীর তীরবর্তী বেশকিছু গ্রামে ভাঙনের আশঙ্কা রয়েছে। আতঙ্কে রয়েছেন ওইসব গ্রামগুলোর শত শত মানুষ।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।