খেতে চাওয়ায় শতবর্ষী মাকে জখম করল পাষণ্ড ছেলে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৭:৫২ পিএম, ১৫ আগস্ট ২০১৭

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নে খেতে চাওয়ায় শত বছর বয়সী তাসলেমা খাতুন (৯৮) নামে এক মা নিজ সন্তান বদিরউদ্দীন ও বউমার কাছে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে। এলাকাবাসীর অভিযোগ, বৃদ্ধ মা তাসলেমা খাতুনকে মারপিট করে রক্তাক্ত অবস্থায় বাড়ি থেকে বের করে দিয়েছে ওই পাষণ্ড ছেলে। পরে স্থানীয়রা বৃদ্ধ তাসলেমা খাতুনকে রাস্তা থেকে উদ্ধার করে হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করোন।

গ্রামবাসী ও স্থানীয় সংবাদকর্মী কবিরুল ইসলাম কবির জানান, ডাঙ্গীপাড়া এলাকার মৃত সফিরউদ্দীনের স্ত্রী বৃদ্ধা তাসলেমা খাতুন। স্বামী মারা যায় ৩০ বছর আগে। মারা যাওয়ার সময় তার স্বামী দুই ছেলে দুই মেয়ে রেখে যায় এবং দুই ছেলের নামে তিন একর ৩০ শতাংশ জমি দলিল করে দেয়। বড় ছেলের ছেলে (নাতি) ভুল বুঝিয়ে বৃদ্ধা তাসলেমা খাতুনের কাছ থেকে জমিগুলো দলিল করে নেয়। বৃদ্ধা তাসলেমা খাতুন চোখে ঠিকমতো দেখে না, কানে তেমন শোনেন না, মুখে কথা বলতে পারেন না। সেই জের ধরে প্রায় নির্যাতন করত বৃদ্ধের ছেলে ও বউমা।

মঙ্গলবার সকালে বৃদ্ধা তাসলেমা খাতুন ক্ষুধার্ত অবস্থায় বড় বউমার কাছে ভাত চাইতে গেলে গালাগালি শুরু করেন। পরে ছেলে বদিরউদ্দীন ভাত চাওয়ার জন্য বৃদ্ধা মায়ের মুখে আঘাত করে। এ সময় তার বাম চোখের নিচের অংশ ফেটে রক্তাক্ত হয়ে যায়। পরে ছেলে নির্যাতন করে বাড়ি থেকে বের করে নিজ মাকে।

এ বিষয়ে বৃদ্ধা মায়ের ছোট ছেলে হরিপুর উপজেলা শাখার বিআরডিবির কর্মচারী মোসলেমউদ্দীন (সুধু) মুঠোফোনে বলেন, ঘটনার সময় আমি ছিলাম না। এভাবে মাকে মারধর করা ঠিক হয়নি।

হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুসের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. রবিউল এহসান রিপন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।