সাগরের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হবে তো!


প্রকাশিত: ০৪:০৭ এএম, ০৩ জুন ২০১৫

কাঠমিস্ত্রির ছেলে সাগর বিশ্বাস এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে তার দরিদ্র মা-বাবার মুখ আলো করেছে। সদর উপজেলার রঘুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে সে এ ফলাফল করেছে। সে রধুনাথপুর দক্ষিণপাড়ার সুবোধ বিশ্বাসের ছোট ছেলে।

সুবোধ বিশ্বাস গ্রামে গ্রামে মিস্ত্রিগিরি করে। মা মনিকা বিশ্বাস একজন ক্ষেত মুজুর। অন্যের জমিতে কাজ করে ছেলের পড়ালেখার অর্থ জুগিয়েছেন। টানাপোড়েনের মধ্য দিয়ে সংসার চালিয়ে অসীম কষ্ট করে ছেলের পড়াশুনা করানোর পরে এ ফলাফলে তিনি খুব খুশি। কিন্তু তার ছেলের ভবিষ্যৎ পড়াশুনা কিভাবে চলবে এ নিয়ে তিনি দুশ্চিন্তায় ভুগছেন।

মনিকা বিশ্বাস অশ্রু সজল চোখে বলেন, তিনি তার ছেলেকে সময় মত পেট পুরে দু’মুঠো ভাত খাওয়াতে পারেন নি। বই, খাতা, কলম,পেন্সিল জোগাড় করে দিতে পারেন নি। কোন প্রাইভেট পড়াতে পারি নি। এরপরও সে ভাল ফলাফল করায় আমরা গর্বিত। অমার বড় ছেলে সরকারি বঙ্গবন্ধু কলেজে ইংরেজি সম্মান শ্রেণির ছাত্র। তার পড়াশুনা ও সাগরের পড়াশুনা কিভাবে চলবে এ নিয়ে দুশ্চিন্তায় আছি। আমি সাগরকে ডাক্তার বানিয়ে জনগণের সেবক হিসেবে দেখতে চাই। এ ব্যপারে আমি সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থনা করছি।

রধুনাথপুর দীননাথ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক দুলাল বিশ্বাস জানান, সাগর সব সময়ই ক্লাসে মনোযোগী ছিল। পড়াশুনায় ভাল ছিল। তার পরীক্ষার ভাল ফলাফলে আমরা আনন্দিত। দরিদ্রতার মধ্য দিয়ে সে কষ্ট করে পড়াশুনা করায় আমরা তার জন্য গর্ববোধ করছি। সে ভবিষ্যতে সু-নাগরিক হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে এটা আমাদের প্রত্যাশা।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।