নতুন আশ্রয়ের সন্ধানে ছুটছে তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৫২ এএম, ১৫ আগস্ট ২০১৭

মানিকগঞ্জের আরিচা পয়েন্টে যমুনা নদীর পানি বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্যনুযায়ী সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত এই পয়েন্টে পানি বেড়েছে ২৩ সেন্টিমিটার।

পাশাপাশি পানি বাড়ছে পদ্মাসহ জেলার অভ্যন্তরীণ সবকটি নদীতে। এতে বন্যাকবলিত হয়ে পড়েছে মানিকগঞ্জের দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুর উপজেলার বিভিন্ন এলাকা।

দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শ্যামগঞ্জসহ নিচু এলাকার অনেক বাড়ি ঘর ও রাস্তা-ঘাটে পানি ওঠে যাওয়ায় মানুষের দুর্ভোগ বাড়ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা।

এদিকে পানি বাড়ার সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ সদর, দৌলতপুর ও হরিরামপুর উপজেলার অনেক স্থানে শুরু হয়েছে তীব্র নদীভাঙন। ক্ষতিগ্রস্তরা ঘর-বাড়ি সরিয়ে নিয়ে ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।

যমুনার ভাঙনের কবলে পড়ে দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পারুরিয়া বাজারের অন্তত ২০টি দোকান নদীগর্ভে চলে গেছে।

মানিকগঞ্জ জেলা প্রশাসক নাজমুছ সাদাত সেলিম জানান, নদীর পানি বিপদসীমা অতিক্রম করার ফলে আমরা খুব সতর্কতার সঙ্গে রয়েছি। সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ বিষয়ে খোঁজ খবর রাখতে বলা হয়েছে। বন্যার্ত মানুষের সাহায্য সহযোহিতার জন্য আগাম প্রস্তুতিও নেয়া আছে বলে জানান তিনি।

বি.এম খোরশেদ/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।