ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির উন্নতি, একজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৮:৩৫ এএম, ১৫ আগস্ট ২০১৭

নদ-নদীর পানি কমে যাওয়ায় ঠাকুরগাঁওয়ে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ ও খাদ্য সহায়তা দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছে বন্যা দুর্গতরা।

কেউ কেউ আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরলেও নিচু এলাকা থেকে পানি এখনো না সরে যাওয়ায় আশ্রয় কেন্দ্রগুলোতে ১০ হাজারেরও বেশি মানুষ অবস্থান করছে। এছাড়াও বিশুদ্ধ পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে তারা।

এদিকে মঙ্গলবার সকালে তিনদিন আগে নিখোঁজ হওয়া রিয়াদ (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মরদেহ টাঙ্গন নদীতে ভেসে ওঠে। ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেছেন। এখনো নিখোঁজ রয়েছে তিন শিশু।

এখন পর্যন্ত পঞ্চগড় টু ঠাকুরগাঁও ও দিনাজপুরের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। রেললাইনের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহের কারণে পঞ্চগড় টু ঠাকুরগাঁও রেললাইনের নয়নিবুরুজ স্টেশন থেকে কিসমত স্টেশন পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রেলপথের বিভিন্ন জায়গায় স্লিপারের মাঝের পাথর ও মাটি সরে গেছে।

এদিকে ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় এখনো ৫ হাজার হেক্টর আবাদি জমি পানির নিচে নিমজ্জিত রয়েছে।

তবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, নদীর পানি কমতে শুরু করেছে। পর্যাপ্ত ত্রাণ সহায়তা আছে। মন্ত্রণালয়ে আরও ত্রাণ চাওয়া হয়েছে।

রবিউল এহসান রিপন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।