পানির নিচে রেললাইন!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৮:০২ এএম, ১৫ আগস্ট ২০১৭

জামালপুরে বন্যার পানিতে রেললাইন ডুবে গেছে। এতে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

জামালপুর রেল স্টেশন সূত্র জানিয়েছে, দুরমুট স্টেশনের কাছে রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। একারণে সোমবার রাত ৯টার দিকে ঢাকা বিভাগীয় প্রকৌশলীর নির্দেশে জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এমতবস্থায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী আন্তঃনগর তিস্তা ও ব্রহ্মপুত্রসহ সকল মেইল ও লোকাল ট্রেন জামালপুর স্টেশন পর্যন্ত আসবে এবং ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জামালপুরের বাহাদুরাবাদ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে ১৯৮৮ সালের বন্যার রেকর্ড ছাড়িয়ে গেছে। মঙ্গলবার সকালে এই পয়েন্টে যমুনার পানি বিপদসীমার ১৩৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। ১৯৮৮ সালের বন্যায় এই পয়েন্টে পানি বিপদসীমার ১১২ সেন্টিমিটার উপরে ছিল।

এএ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।