তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৬ পিএম, ১৩ আগস্ট ২০১৭

রাজশাহীর মোহনপুর উপজেলায় শিবনদের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছ। রোববার দুপুরের পর উপজেলার ভীবনগর এলাকায় বেড়িবাঁধ ভেঙে যায়।

স্থানীয়দের অভিযোগ, স্লুইস গেইটের মুখে পুকুর খনন করায় পানির প্রবাহ বাধা পেয়ে বাঁধ ভেঙেছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মোহনপুর উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) শুল্কা সরকার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুর কুমার কর্মকার, কৃষি অফিসার রহিমা খাতুন ও ধুরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজিম উদ্দিন সরকার।

এ সময় দ্রুত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার।

স্থানীয়রা জানিয়েছেন, মেলান্দী গ্রামের বাসিন্দা বিশ্বজিৎ বিলমাইল বিলের স্লুইস গেইট বন্ধ করে পুকুর খনন করেছেন। এতে শিবনদের বেড়িবাঁধের পানি নিষ্কাশনে নির্মিত স্লুইস গেইট বন্ধ। ফলে এর পাশের ছোট ছোট গর্ত দিয়ে জমে
থাকা পানি বের হচ্ছিলে।

গত কয়েকদিনের ভারি বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা ঢলের শিবনদ ফেঁপে ওঠে। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে পানি বের পবার পথটি ভেঙে যায়। এ সময় স্থানীয়রা চেষ্টা করেও বাঁধ রক্ষা করতে পারেনি। এরপর থকেই পানি ঢুকেছ লোকালয়ে। এরই মধ্যে এলকার কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে। প্লাবিত হয়েছে নিচু এলাকা।

স্থানীয় কৃষক সাহেব আলী, মাজেদুর রহমান, শহিদুল ইসলাম ও ইয়াদ আলী বলেন, বিলমাইল বিলে পরিকল্পিত পুকুর খননে তাদের এ দুর্ভোগ। এ নিয়ে এলাকার কৃষকরা প্রতিবাদ জানালেও লাভ হয়নি। বেড়িবাঁধের স্লুইস গেটগুলো পানি
উন্নয়ন বোর্ডের তাদারকির কথা থাকলেও তা হয়নি।

ফেরদৌস সিদ্দিকী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।