দিনাজপুরে বন্যায় শিশুসহ ৪ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ১৩ আগস্ট ২০১৭

দিনাজপুরে বন্যার পানিতে ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত পানিতে ডুবে এদের মৃত্যু হয় বলে জানা গেছে।

তারা হলেন, শহরের বালুবাড়ী ঢিবিপাড়া এলাকার এনামুল হকের ছেলে মেহেদী হাসান (১৫), মির্জাপুর এলাকার আব্দুল গফফারের ছেলে আবু নাইম (১০) ও বিরল উপজেলার মালঝাড় গ্রামে বাবলু রায়ের স্ত্রী দিপালী রায় (৩৫)।

এছাড়াও সকালে বৃষ্টির মধ্যে অটোবাইকের চার্জারের সুইচ খুলতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে শহরের বালুবাড়ী ঢাকাইয়াপট্রি এলাকার হাকিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩০) মারা যান।

মেয়র পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম জানান, দুপুরে পানিতে ডুবে নাইম ও মেহেদীর মৃত্যু হয়। সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলামের মৃত্যু হয়।

বিরল উপজেলাপর বাবলু রায় বলেন, সকালে বাড়ির মালামাল সরাতে গিয়ে পানিতে ডুবে তার স্ত্রী দিপালী মারা গেছেন।

দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি তদন্ত ফখরুল ইসলাম ও বিরল থানা পুলিশের ওসি আব্দুল মজিদ বিষয়গুলো নিশ্চিত করেছেন।

এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।