নকল স্যালাইন কারখানায় আটক ৫


প্রকাশিত: ০৫:২১ পিএম, ০১ জুন ২০১৫

মানিকগঞ্জ সদর উপজেলার সাইলিপাড়া গ্রামে নকল স্যালাইন তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। নকল স্যালাইন তৈরির অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার রাত ১০টায় সাইলীপাড়া এলাকায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ এসব নকল খাদ্যপণ্য জব্দ করে পুলিশ।

আটককৃতরা হলেন, কারখানা মালিক জামালপুরের নান্দিনা গ্রামের মনজুরুল হকের ছেলে ইসতিয়াক আহমেদ শাকিল (২৮), কারখানার শ্রমিক একই গ্রামের শাহিনুর রহমানের ছেলে মনিরুজ্জামান (২২), শেখ তরিক উদ্দিনের ছেলে শেখ পারভেজ (২০), ব্রাহ্মণবাড়িয়ার হাতুরা বাড়ি গ্রামের আব্দুল হান্নানের ছেলে ইয়াসিন মিয়া (১৭) ও মানিকগঞ্জ সদর উপজেলার গোপালখালি গ্রামের ডাবলু মিয়ার ছেলে জনি হোসেন (২০)।

সদর থানার উপপরিদর্শক (এসআই) দীপঙ্কর রায় জানান, ‌‘প্রায় দুই মাস ধরে ওই গ্রামের মনসুর আলীর বাড়ি ভাড়া নিয়ে শাকিল নকল স্যালাইন তৈরির কাজ শুরু করে। শাকিল ইউনিসন ফুডস কোম্পানি নামে স্যালাইনের পাশাপাশি গ্লুকোজ ও ট্যাং তৈরি করে বাজারজাত করে আসছিল। গোপন সংবাদ পেয়ে সোমবার রাত ১০টার দিকে পুলিশ ওই কারখানায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে।

এ সময় ওই কারখানা থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করা হয়। সেই সাথে নকল পণ্য তৈরির ৪ টি মেশিনও উদ্ধার করা হয়।’

এসআই দীপঙ্কর জানান, এ ব্যাপারে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ জব্দকৃত মালামালের পরিমাণ জানাতে পারেনি।

এমআর/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।