ক্ষতিপূরণ পাচ্ছেন সুন্দরগঞ্জের প্রতিবাদী ২৬ কৃষক


প্রকাশিত: ১১:৪৭ এএম, ০১ জুন ২০১৫

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বোয়ালী (কাবজেরবাজার) গ্রামের ইটভাটার বিষাক্ত গ্যাসে বোরো ধানের ক্ষতি হওয়ায় ক্ষতিগ্রস্ত ২৬ কৃষক ক্ষতিপূরণের টাকা পাচ্ছেন। সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই মিল্টন সোমবার দুপুরে ইটভাটা মালিক রাজিব রহমানকে ২৬ কৃষকের মাঝে ৭০ হাজার টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেন।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল হাই মিল্টন জানান, সিথি ব্রিক্স ফিল্ডের বিষাক্ত গ্যাসের কারণে আশপাশের ২৬ কৃষকের বোরো ধানের ক্ষতি হয়। ক্ষতিপূরণের দাবিতে প্রতিবাদী কৃষকরা অভিযোগ করলে সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল হক প্রধান ও উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার সরেজমিন পরিদর্শন করে প্রতিবেদন জমা দেন।

এরপর সিথি ব্রিক্স ফিল্ডের মালিক রাজিব রহমানকে নোটিশ করে সোমবার দুপুরে তার কার্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়। পরে কৃষকদের উপস্থিতিতে ৭০ হাজার টাকা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার সকালের মধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে টাকা বিতরণ করা হবে।

ক্ষতিগ্রস্ত কৃষক দুদু মিয়া, রঞ্জু মিয়া, সিদ্দিকুর রহমান ও আইনুল ইসলাম জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ক্ষতিপূরণ হিসেবে যা পাব তাতেই আমরা খুশি।

অমিত দাশ/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।