কোম্পানীগঞ্জ সীমান্তে লক্ষাধিক টাকার মদ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৯ এএম, ০১ জুন ২০১৫
ফাইল ছবি

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার ভারতীয় মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদের চালান আটক করা হয়। জব্দকৃত এসব মদের মূল্য এক লাখ ২০ হাজার টাকা।

সোমবার বেলা ৩টায় বিজিবি-৫ ব্যাটালিয়নের দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার সীমান্ত এলাকায় সোমবার ভোর ৪টায় কালারাগ বিওপি’র বিজিবি সদ্যস্যরা পশ্চিম কালারাগ এলাকায় অভিযান চালায়। অভিযানকালে পশ্চিম কালারাগ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ বোতল ভারতীয় অফিসার্স চয়েজ মদ উদ্ধার করে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, জব্দকৃত মদের মূল্য এক লাখ ২০ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন কালারাগ বিওপি’র হাবিলদার হারুন অর রশিদ।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।