শাহিনের পাশে শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৪:১৭ পিএম, ০৯ আগস্ট ২০১৭

সিলেটে শিবিরের হামলায় গুরুতর আহত সিলেটের ছাত্রলীগ কর্মী আহমদ শাহিনকে ঢাকার পুঙ্গ হাসপাতালে গিয়ে দেখে এসেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার বিকেলে শাহিনের শয্যা পাশে শিক্ষামন্ত্রী বেশ কিছু সময় কাটান। এ সময় তিনি তার কাটা হাত দেখে ব্যথিত হন।

এ সময় কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে একান্তে আলাপ করে শাহিনের চিকিৎসার যাবতীয খোঁজ খবর নেন। পরে হাসপাতালে শাহিনের সঙ্গে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন শিক্ষামন্ত্রী।

গত ৭ আগস্ট সিলেট নগরের সোবহানিঘাট এলাকায় জালালাবাদ কলেজের সামনে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত শাহিন ও আসিফ নামের দুই ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম করে।

এ ঘটনায় ৮ আগস্ট থানায় সাত শিবির ও জামায়াত নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা করেন আহত ছাত্রলীগ নেতা আসিফের বড় ভাই।

মঙ্গলবার ঢাকার পঙ্গু হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে শাহিনের ডান হাতের কনুইয়ে কেটে ফেলেন চিকিৎসকরা। ছাত্রলীগ কর্মীদের ওপর হামলার ঘটনায় সিলেটে প্রতিদিনই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ।

ছামির মাহমুদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।